প্রতিদিন আমার পড়াশোনার আপডেট ইমেইল এ পেতে সাবস্ক্রাইব করো।
এইচএসসি’তে সেরা রেজাল্ট করতে আর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চ্যান্স পেতে তোমার ক্লাসমেট হয়ে তোমার পাশে থাকতে চাই আমি।
আমি প্রতিদিন কী পড়লাম, কতক্ষণ সময় দিলাম, কোন ক্লাস বা পরীক্ষা দিলাম, এই সব ডেটা প্রতিদিন বিকেলে আমি তোমাকে ইমেইল করে জানিয়ে দেব। সাথে থাকবে MCQ, CQ এবং আমার পরবর্তী দিনের প্ল্যান। তুমি শুধু আমার আপডেটগুলো দেখবে না, বরং চ্যালেঞ্জ নেবে। আমার থেকে বেশি পড়ার লক্ষ্য নিয়ে তুমি এগোবে, এটাই চাই!
সাজিদ মাহমুদ, এইচএসসি ২৭ ব্যাচ (বিজ্ঞান বিভাগ)

এইচএসসি ২৭ ব্যাচ, আমাদের কলেজের ক্লাস শুরু হয়েছে ১৫ই সেপ্টেম্বর ২০২৫ এ। যদিও অনেক স্টুডেন্ট আরো আগে থেকেই পড়াশোনা শুরু করেছিল। তো, আর সময় অপচয় না করে আজকে থেকে হলেও প্রতিদিন নিয়মিত পড়াশোনা করতে হবে।
কলেজের ক্লাস শুরু হওয়ার পর থেকে অতিবাহিত সময়:
এইচএসসি ২৭ ব্যাচের পরীক্ষা হবে ২০২৭ সালের এপ্রিল মাসেই। এর মধ্যেই আমাদেরকে এইচএসসি-এর বিশাল সিলেবাস শেষ করতে হবে। অতএব, বুঝতেই পারছো, আর এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না।
এইচএসসি ২৭ ফাইনাল পরীক্ষা শুরু হতে বাকি:
